১। জনাব মোঃ কামরুজ্জামান-চেয়ারম্যান
২। মোছাঃ অজুফা বেগম- সদস্য সংরক্ষিত আসন ১,২ ও ৩নং ওয়ার্ড
৩। মোছাঃ রিপা বেগম- সদস্য সংরক্ষিত আসন ৪,৫ ও ৬নং ওয়ার্ড
৪। মোছাঃ বেদেনা বেগম- সদস্য সংরক্ষিত আসন ৭,৮ ও ৯নং ওয়ার্ড
৫। রিনা পাল- সদস্য ১নং ওয়ার্ড
৬। মোঃ মজিবুর রহমান-সদস্য ২নং ওয়ার্ড
৭। মোঃ হাফিজ উদ্দিন- সদস্য ৩নং ওয়ার্ড
৮। মোঃ আলী হাসান- সদস্য ৪নং ওয়ার্ড
৯। শ্রী গোপাল চন্দ্র ঘোষ- সদস্য ৫নং ওয়ার্ড
১০। মোঃ নুরুল ইসলাম-সদস্য ৬নং ওয়ার্ড
১১। মোঃ হারুন অর রশিদ- সদস্য ৭নং ওয়ার্ড
১২। মোঃ আজিজুল হাসান- সদস্য ৮নং ওয়ার্ড
১৩। মোঃ আবুল বাশার- সদস্য ৯নং ওয়ার্ড
অদ্যকার সভা সভাপতি সাহেব সকলকে স্বাগত জানিয়ে সভার কার্য শুরু করেন। এবং বিগত সভায় কার্যবিবরণী অদ্যকার সভায় পঠিত হয় এবং কোন সংশোধনী না থাকায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
১) আলোচ্যাসুচি মোতাবেক সভাপতি সাহেব উল্লেখ্ করেন যে, লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এল,জি,এস,পি-২) এর প্রথম কিস্তির টাকা বাবাদ প্রায় ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা পাওয়া গিয়াছে এবং আরো বরাদ্দ প্রাপ্তির সম্ভবনা আছে। সভাপতি মহোদয় সকল ইউপি সদস্যদের যথাশীর্ঘই সম্ভব ওয়ার্ড ভিত্তিক উন্মুক্ত সভায় সকল ম্রেণীর জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্কিম গ্রহণ এবং সকলের মতামতের প্রেক্ষিতে স্কীম বাস্তবায়ন কমিটি এবং স্কীম তত্ত্ববধান কমিটি গঠন পূর্বক ইউপিতে জমা দানের আহ্বান জানান । উপস্তিত সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনাক্রমে সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়।
গৃহিত ও অনুমোদিত সিদ্ধান্তসমূহঃ
আগামী ১২ দিনের মধ্যে প্রত্যেক ওয়ার্ডে সকল সদস্যই উন্মুক্ত সভায় আয়োজনপূর্বক স্কীম গ্রহণ ওয়ার্ড কমিটি এবং ওয়ার্ড তদারকি কমিটি গঠন পূর্বক ইউপিতে জমা দেন।
বাস্তবায়নেঃ
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ।
২) সভাপতি সাহেব উল্লেখ করেন যে, লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর হিসাব পরিচালনা ক্ষেত্রে বিধি মোতাবেক চেয়ারম্যান, ইউপি সচিব ও সংরক্ষিত মহিলা সদস্যর তিন জনের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হয়। তিনি আরো জানান যে,উক্ত হিসাবকে পরিচালনার ক্ষেত্রে প্রতি বছই সংরক্ষিত মহিলা সদস্যকে পরিবর্তন করতে হয়। সভাপতি সাহেব জানান যে, ২০১২-২০১৩ ইং অর্থ বছরে এলজিএসপি-২ বাস্ববায়নের জন্য চলতি হিসাব নং-১৫৬৭-এ পরিচালনার জন্য সংরক্ষিত মহিলা সদস্যর নাম আহ্বান করেন। এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনাক্রম উপস্তিত সকলের সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়।
গৃহীত ও অনুমোদিত সিদ্ধান্তঃ
২০১২-২০১৩ ইং অর্থ বছরে এলজিএসপি-২ এর চলতি হিসাব নং-১৫৬৭ ইউপি চেয়ারম্যান, সচিব ও সাংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ বেদেনা কর্তৃক তিন জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হইবে।
বাস্তবায়নে ইউপি চেয়রম্যান।
অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS