বরাবর,
চেয়ারম্যান মহোদয়
৭নং তাড়াইল সাচাইল ইউঃপিঃ
তাড়াইল, কিশোরগঞ্জ।
বিষয়ঃ অভিযোগ।
বাদীঃ আলী উসমান, পিতামৃতঃ জিলু মিয়া, গ্রামঃ পশ্চিম সাচাইল, ডাকঘরঃ তাড়াইল, কিশোরগঞ্জ।
বিবাদীঃ তাজুল ইসলাম, পিতামৃতঃ জিলু মিয়া, গ্রামঃ পশ্চিম সাচাইল, ডাকঘরঃ তাড়াইল, কিশোরগঞ্জ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, উপরোক্ত বিবাদী আমার বড় ভাই। আমাদের পিতা আমাদের দুই ভাই ও ছয় বোন জীবত রেখে মৃত্যু বরণ করিয়াছেন। বিবাদী যেহেতু আমার বড় ভাই, সেহেতু আমার পিতার জীবিত অবস্থায় অর্থনৈতিক সকল কর্মকান্ডে আমার বড় ভাই সমপ্ন করিতেন। এবং জায়গা জমি ক্রয়-বিক্রয় সাকুল্য কর্মকান্ডই আমার বড় ভাইয়ের হাতে ছিল। তাড়াইল মাছ বাজারে একটি মাছের আড়ৎ ছিল যাহাতে প্রায় ৮,০০,০০০/- টাকার ও বেশি দাদন দেওয়া আছে এবং আমার পিতার ইন্তেকালের সময় নগদ প্রায় ১০,০০,০০০/- টাকা নগদ ঘরে রেখে ইন্তেকাল করেন। বর্তমানে আমরা জানিতে পারিয়াছি তাহার সত্তর বাড়ী বাশাটী গ্রামে হাওরে প্রায় ২.৫০ জমি সাফকাওলা মূলে তাহার করিদ আছে। বর্তমানে আমদিগকে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করিয়া দিয়াছে। আমার মা ও আমরা তার নিকট কিছু চাইলে পরিস্কার দিতে অস্বীকার করেন। এমতবস্থায় আমরা আপনার স্বরনাপন্ন হইলাম।
অতএব, বিনীত প্রার্থনা যে, বিষয়টি সহানুভূতির সহিত সুবিবেচনা করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রক্ষা ও প্রতিপালন করিতে মর্জি হয়।
তারিখঃ
আপনার একান্ত অনুগত
আলী উসমান
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS