চক্ষু চিকিৎসা শিবির
স্থান-হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়
তারিখঃ ২৯/০৮/২০১৩ইং রোজ-বৃহস্পতিবার,
সময়ঃসকাল ৮টা হতে বেলা ১টা পর্্যন্ত।
রোগীদের চোখের ব্যবস্থাপত্র, চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজন করা হবে।
চোখের ছানি ও নালী রোগী বাছাই করা হবে।
# অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের ঐদিনই ভর্তি করা হবে।
# ভর্তি করা রোগীদের বিছানাপত্র সঙ্গে আনতে হবে না।
# অপারেশন, থাকা-খাওয়া, ঔষধপত্র, আসা-যাওয়ার ব্যবস্থা চক্ষু শিবির কর্তিপক্ষ বহন করবে।
# টিকিটের মূল্য ২০/- টাকা মাত্র।
# লেন্সসহ ছানি অপারেশন-৩০০০/-টাকা।
# নেত্রনালী অপারেশন-৪০০০/-টাকা।
# চশমার পাওয়ার পরীক্ষা-৫০/-টাকা, সূলভ মূল্য চশমা বিক্রয় করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস